সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যে অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদ।
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ছোট মিলনায়তনে ‘সম্প্রীতির শুভ বড়দিন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল রায় বলেন, ‘বাংলাদেশ তথা পাক-ভারত উপমহাদেশের হাজার বছরের ঐতিহ্যে আমরা দেখি এক বিশাল সম্প্রীতি। বৃটিশদের বেড়াজালে পড়ে রাজনীতির হাতিয়ার হিসেবে এই অঞ্চলের নিরীহ ধর্মভীরু জনগণ কিছুটা ভুল পথে গেলেও সম্প্রীতির সেই শিকড় আজও সকল ধর্মের লোকদের ভালোবাসার বন্ধনে আটকে রেখেছে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সেগুন বাগিচা মসজিদ-ই-নূরের মোয়াজ্জেম মো. জিয়াউর রহমান, কমলাপুর বৌদ্ধ মন্দিরের সনানন্দ ভিক্ষু, ঢাকেশ্বরী মন্দিরের ঠাকুর শ্রী বরুন চক্রবর্তী, জন কর্মকার, অ্যাডভোটেক এম এ মজিদ প্রমুখ।
তারা বলেন, ‘ইন্টারফেইথ নেটওর্য়াক ইউরোপ ও আমেরিকায় খুবই শক্তিশালী নেটওয়ার্ক। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্ত আমাদের এ অঞ্চলে ইন্টারফেইথ নেটওর্য়াক একেবারেই দূর্বল। তাই এখানে মাঝে মধ্যে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি হয়।
বক্তারা আরো বলেন, এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সবার। বাংলাদেশের সৃষ্টির পেছনে সব ধর্মের মানুষের অবদান ছিল। আসুন আমরা সবাই মিলে সুন্দর সম্প্রীতির একটি ধর্মনিরপেক্ষ দেশ গড়ে তুলি।



মন্তব্য চালু নেই