সমুদ্রের ১০ মিটার গভীরে পোস্টবক্স!

আক্কেল গুড়ুম করা তথ্য, শুনলে আপনার চোখ কপালে উঠবে। কি সেই তথ্য? পৃথিবীজুড়ে এমন অনেক কিছুই রয়েছে, যেগুলো সম্পর্কে ন্যূনতম ধারণাই নেই আমাদের।

বেশি দূরে যেতে হবে না। ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’ই যে কত সৃষ্টি, কত ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা অনেক সময় আমাদের গোচরে আসে না। এ ধরনের অজানা-অচেনার খোঁজে কত লোকই না ঘুরে বেড়ায়।

জানলে অনেক কিছু, না জানলে অবাক হতে বাধ্য। কেউ কি কখনো শুনছেন, সমুদ্রের গভীরে গিয়ে পোস্টবক্সে পোস্টকার্ড পোস্ট করতে হয়? না শুনলেও শুনুন সেই কাহিনী।

ওয়াকায়ামার সুসামা নাম তুলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। ৫০,০০০ জনসংখ্যা বিশিষ্ট মত্‍‌স্যজীবীদের এই শহরে সমুদ্রের ১০ মিটার গভীরের পোস্টবক্স এখানকার অন্যতম বিস্ময়।

প্রতিবছর প্রায় ১,০০০-১,৫০০ পোস্টকার্ড পোস্ট করা হয় সমুদ্রের ১০ মিটার গভীরের এই পোস্টবক্সে।



মন্তব্য চালু নেই