সমাবেশের অনুমতি পেল শ্রমিক দল

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পয়লা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অনুমতি দেয়।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

এর আগে, গণপূর্ত অধিদপ্তর পুলিশের অনুমতি সাপেক্ষে শ্রমিক দলকে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয়।

রিজভী জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে জানিয়ে তিনি বলেন, শ্রমিক সমাবেশে ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গি, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা যোগ দেবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু প্রমুখ।



মন্তব্য চালু নেই