সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন সৈয়দ মহসিন আলী।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সৈয়দ মহসীন আলী ছিলেন একজন ত্যাগী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও মুক্তিসংগ্রামে তার অবদান ছিল অবিস্মরণীয়। তার মৃত্যুতে দেশ একজন জনপ্রিয় নেতাকে হারাল। তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। সৈয়দ মহসিন আলীর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, মুক্তিসংগ্রামী ও আত্মনিয়োজিত রাজনৈতিক নেতা সৈয়দ মহসিন আলীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

তার মৃত্যুতে জাতি এক সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারাল। যিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের পুরো সময়টাই জনগণের সেবায় উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



মন্তব্য চালু নেই