সব সময়ই দেশের মাথা উঁচুতে দেখতে চাই

ক্রিকেট বিশ্বে এখন আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ার, ইয়র্কারের সংমিশ্রণে অসাধারণ বোলার তিনি। বর্তমানে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। যেখানেই খেলেন না কেন, মুস্তাফিজের হৃদয়ে থাকে ‘বাংলাদেশ’। সে কথা আরো একবার স্মরণ করিয়ে দিলেন এই কাটার মাস্টার।

বার্তা সংস্থা এএফপির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমি সব সময়ই আমার দেশের মাথা উঁচুতে দেখতে চাই। সেটা ক্রিকেটই হোক কিংবা অন্য কোনো খেলা হোক।’

সানরাইজার্স হায়দরাবাদের খেলা চলাকালীন মুস্তাফিজের জেলা সাতক্ষীরাবাসীর চোখ থাকে টিভির পর্দায়। ঘরের ছেলের খেলা দেখার জন্য সব সময়ই মুখিয়ে থাকেন তারা। মুস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমান তাদের বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে দেন।

তার গ্রাম তেতুলিয়ার মানুষ বড় পর্দায় খেলা দেখতে মুখিয়ে থাকেন। এটা ভাবতেই ভালো লাগে মুস্তাফিজের, ‘ব্যাপারটা ভাবতেই ভালো লাগে। বেশি ভালো লাগে যখন শুনি, গ্রামের মানুষ ও বন্ধুরা অধীর আগ্রহে আমার খেলা দেখে। পরে আমাকে বলে ‘‘আমরা তোমার খেলা দেখেছি।’’



মন্তব্য চালু নেই