সব ধর্মের প্রতি সালমানের আস্থা

ধর্মীয় অনুভূতি নিয়ে অভিনেতা সালমানকে জড়িয়ে কিছু মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটস অ্যাপে তারনামে কুৎসা ছড়াচ্ছে, আর সেইসব মানুষদের কট্টর সমালোচনা করলেন সুপারস্টার অভিনেতা সালমান খান। এমনকি তাদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেয়ারও হুমকি দেন তিনি।

আসছে ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’, আর এইসময় সালমানকে জড়িয়ে ধর্মীয় বিদ্বেষমূলক গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ভক্ত অনুরাগীদের এসব গুজবে কান না দিতে অনুরোধ করেন ‘ভাইজান’ সালমান খান।

এ সম্পর্কে ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে টুইটারে সালমান বলেন, ধর্মীয় কুৎসা ছড়িয়ে আমার নামে যে গুজব ছড়ানো হচ্ছে, তা আপনারা বিশ্বাস করবেন না। এগুলো অসত্য এবং বানোয়াটে এদের পেলে পুলিশকে সাথে সাথে জানান, তারা ব্যবস্থা নিবে।

এমনকি টুইটে তিনি আরো বলেন, পৃথিবীর সব ধর্মের প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে, প্রত্যেকের ধর্মকে সম্মান করি।

উল্লেখ্য, আসছে ১৭ জুলাই ঈদ উপলক্ষে ভারতের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। ছবিতে সালমান ছাড়াও আছেন কারিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকী।



মন্তব্য চালু নেই