সব অতীত জেনেই জাসদ-আ’লীগ ঐক্য!

জাসদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সম্প্রতি দেয়া বক্তব্যের বিষয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সব অতীত জেনেই ঐক্য করেছি।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় এ কথা বলেন তিনি।

আগামী ১৯ জুন রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ১৪ দলের নেতৃত্বে সারাদেশে সাম্প্রতিক গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি সফল করতে এ যৌথসভা করা হয়।

হানিফ বলেন, ছাত্রলীগের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানদান করার জন্য নানা কর্মশালা করা হয়। হয়তো সেই প্রেক্ষাপটে অতীতের একটি ইতিহাস সম্পর্কে সৈয়দ আশরাফ সাহেব একটা কথা বলেছেন।

তিনি বলেন, কিন্তু এর মানে এই নয় যে, আমাদের ১৪ দলের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে। আমরা সব অতীতকে জেনেই ঐক্য করেছি।

হানিফ বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই- ১৪ দলের মধ্যে কোনো বিভ্রান্তি নেই। ১৪ দল ঐক্যবদ্ধ আছে, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবেই দেশকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মুক্ত করতে ভূমিকা রাখবে।

সৈয়দ আশরাফ সাহেবের সেই বক্তব্য নিয়ে কারো উস্কানিতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।



মন্তব্য চালু নেই