সবার উপরে ক্লোসা

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের অনন্য রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন মিরোস্লাভ ক্লোসা। ব্রাজিলের বিপক্ষে একটি গোল করে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনাল্ডোকে। এখন ১৬টি গোল করে সবার আগে তিনি।

২০০২ থেকে ২০১৪ পর্যন্ত টানা চার বিশ্বকাপে ২২টি ম্যাচে গোলগুলো করেছেন তিনি।

সবচেয়ে বেশি গোলদাতার তালিকায় দ্বিতীয়তে থাকা রোনাল্ডো ১৫ গোল করেছিলেন ১৯টি ম্যাচে। এই বিশ্বকাপে এটি ক্লোসার দ্বিতীয় ম্যাচ। বেশির ভাগ সময় তাকে সাইডলাইনে বসিয়ে রেখেই দল মাঠে নামিয়েছিলেন জুয়াকিম লো। কে জানে, নিয়মিত খেলতে পারলে হয়তো আরো আগে রেকর্ড করে ফেলতেন এই তারকা।

২০ ম্যাচে ১৪টি গোল নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিলেন তিনি। ২ ম্যাচে ২ দুটি গোল করে এক রকম ধরা ছোঁয়ার বাইরেই চলে গেলেন ক্লোসা।



মন্তব্য চালু নেই