সবাইকে চমকে দিল গুগলের নতুন রোবট! (ভিডিও সহ)

সার্চ জায়ান্ট গুগল বোস্টন ডায়নামিকস নামের সামরিক রোবট তৈরির প্রতিষ্ঠান কিনেছিল। আর সম্প্রতি তারা রোবটের কাজকর্মের একটা ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে।

লম্বায় পাঁচ ফুট নয় ইঞ্চির রোবটটির ওজন ১৮০ পাউন্ড। আর ভিডিওতে দেখা যাচ্ছে রোবটটি মাটি খুড়ে ভারী বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আবার বরফে আচ্ছাদিত উঁচুনিচু পথ দিয়ে ঠিক ভাবেই হেটে যাচ্ছে।

এর আগে অ্যাটলাসের আরেকটি ভিডিও প্রকাশ করা হলেও তখন রোবটটি তারের সঙ্গে যুক্ত অবস্থায় কাজ করত। এই সংস্করণটি আগের চেয়ে হালকা, ব্যাটারিচালিত, চলাফেরায় শব্দ কম। রোবটটিতে পা এবং শরীরের ব্যালেন্স রক্ষার জন্য সেন্সর ব্যবহার করা হয়েছে। আর মাথার কাছে স্টেরিও সেন্সর দিয়ে যেকোনো বাধা অতিক্রম করে।

দেখুন ভিডিওতে..



মন্তব্য চালু নেই