সবাইকে কাঁদিয়ে নীরবে চলে গেলেন পরিচিত কন্ঠ রফিক মাইকের রফিক ভাই

সবাইকে কাঁদিয়ে নীরবে চলে গেলেন কলারোয়ার অতিপরিচিত কন্ঠ বিশিষ্ট মাইক ব্যবসায়ী রফিক মাইকের সত্ত্বাধিকারী পৌর সদরের মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৯)। রোববার রাতে হঠাৎ অসুস্থ রফিকুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পরপরই রাত পৌনে ১টার দিকে তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে রাতের খাবার শেষে বিছানায় গেলে তাঁর কাশি লাগা শুরু হয়। একপর্যায়ে শ্বাস নিতে বেশি কষ্ট হওয়ায় তিনি হাসপাতালে নিতে বলেন আপনজনদের। প্রথমে তাঁকে কলারোয়া হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসকরা দ্রুত সাতক্ষীরা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রাত ১২টার পরে তাঁকে সাতক্ষীরা হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়। সেখানে নেয়ার পরপরই রাত পৌনে ১টার দিকে স্ট্রোকে তিনি মারা যান। সবার পরিচিতজন রফিকুল ইসলামের মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে তাঁকে একনজর দেখতে এবং শেষ শ্রদ্ধা জানাতে মির্জাপুর গ্রামে তাঁর বাড়িতে ছুটে যান দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ। এদিকে, মৃত্যু সংবাদ পেয়ে সকাল ৭টার পরপরই মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ছুটে যান কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি মরহুমের শয্যাপাশে কিছু সময় কাঠান এবং তাঁর একমাত্র সন্তান রবিউল ইসলামসহ শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি ও লুৎফুননেছা লুতু, আশরাফ আলী, মাস্টার মোস্তফা বাকী বিল্যাহ শাহী, আমানুল্লাহ শেখ, শেখ ইমামুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হজরত আলী গাজী, বজলুর রহমান, আব্দুল গফ্ফার, শফিকুল ইসলাম, আব্দুল জলিল প্রমুখ। এরআগে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ছুটে যান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। তিনি শোকসন্তপ্ত পরিবারের মাঝে কিছু সময় কাটান এবং তাঁদের সমবেদনা জানান। উল্লেখ্য, রফিক মাইকের সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জনসভার প্রচারসহ বিভিন্ন সামজিক সংগঠনের প্রচার করে ব্যাপক পরিচিতি লাভ করেন। রফিকুল ইসলামের প্রথম জানাযা নামাজ আজ সোমবার বাদ যোহর কলারোয়া জামে মসজিদ মাঠে এবং পরপরই দ্বিতীয় জানাযা নামাজ নিজ গ্রাম মির্জাপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।



মন্তব্য চালু নেই