বিশ্বে সবচেয়ে বিপজ্জনক রেল সফর বাংলাদেশেই [ভিডিও]

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেয়া কিংবা তা শেষ হওয়ার পর পর্যাপ্ত সংখ্যক যানবাহন না থাকায় চরম ভোগান্তিতে পড়েন লখো মুসল্লি। তাই অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে চড়ে বসেন ট্রেনের ছাদ ও মাথায়। কোনো রকম ঝুলে থাকেন দরজা কিংবা জানালায়। আর এটাই নাকি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেল সফর।

হজের পর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমাই হলো দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত। এতে যোগ দিতে গত বছর ৬০ লাখ মানুষের জমায়েত হয়েছিল।

তাই মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মুসল্লি ট্রেনের বগি, ছাদ সব জায়গায় উঠে বসেন। তিল ধারণের মতোও ঠাঁই থাকেনা ট্রেনে। জীবনে চরম ঝুঁকি থাকলেও আল্লাহর ওপর ভরসা করেই তারা ট্রেনে উঠেন। সবার একটাই গন্তব্য বাড়ি ফেরা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই