সপ্তম সপ্তাহে জিরো ডিগ্রি

বর্তমানের দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনেক নির্মাতাই ছবি মুক্তি দিতে ভয় পান। সেখানে অনিমেষ আইচ সাহস নিয়ে তার প্রথম ছবিটি এই রাজনৈতিক উত্তাল সময়েই মুক্তি দিয়ে দেন। এ নিয়ে কম কথাও শুনতে হয়নি তাকে। তবে দিন শেষে নির্মাতা অনিমেষ আইচেরই জয় হয়েছে। তার ছবি ‘জিরো ‘ডিগ্রি’ মুক্তি পেয়েছিল ৬ ফেব্রুয়ারি। ছবি মুক্তির সপ্তম সপ্তাহ চলছে বর্তমানে। ঢাকার চারটি হলে চলছে ছবিটি।

যারা এখনো ‘জিরি ডিগ্রি’ দেখতে পারেননি তারা ইচ্ছা করলেই চলে যেতে পারেন, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লক্সে, বলাকা সিনেমা হলে, শ্যামলীতে এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।

নির্মাতা অনিমেষ আইচ বাংলামেইলকে বলেন, ‌’এই চরম অস্থিরতার সময়ে এখনো আমাদের ছবি দর্শক দেখছেন, সেই দর্শকদের ধন্যবাদ দেওয়া উচিৎ। হল মালিকদেরও ধন্যবাদ দিতে চাই। এই অনুপ্রেরণা আমার কাজের শক্তি জোগাবে। সবাইকে বলবো ছবিটি হলে গিয়ে দেখতে।’

অনিমেষ আইচের এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মাহফুজ আহমেদ, জয়া আহসান, রুহি, টেলি সামাদ, তারিক আনাম খান, ইরেশ যাকের, মীর রাব্বি, জাইব প্রমুখ।



মন্তব্য চালু নেই