সন্ধ্যার মধ্যে নামছে ৮ হাজার আনসার-ভিডিপি

রেলের নিরাপত্তায়, ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা রোধে সোমবার সন্ধ্যার মধ্যেই নামছে আট হাজারের অধিক আনসার-ভিডিপি সদস্য।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল ইসলাম সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেল মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশের ঝুঁকিপূর্ণ ১০৪১টি পয়েন্টে এবং প্রতি পয়েন্টে আটজন করে মোট ৮৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য কাজ করবে।

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারা দেশে রেল চলাচল স্বাভাবিক ও রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে রোববার রেল মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দ্রুত আনসার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা থেকেই ১০৪১টি পয়েন্টে নামছে ৮৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য।



মন্তব্য চালু নেই