সন্তানের অপেক্ষায় অভিভাবকদের জনসভা!

সচার আচার সেখানে বড় বড় জনসভা নতুবা ইসলামি সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। তাই দূর থেকে দেখে যে কেউই মনে করতে পারেন কোনো জনসভা চলছে হয়তো।

আবার মনে মনে এ প্রশ্নও জাগতে পারে, এতো সকালে কারা জনসভা করছে। আর সেই উত্তর খুঁজতেই বেরিয়ে এলো ভর্তি পরীক্ষার যুদ্ধে অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের অপেক্ষার কথা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে রংপুর জিলা স্কুল মাঠে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় মুখরিত হয়ে উঠে চিরচেনা জনসভার সেই মাঠটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবছর রংপুর জিলা স্কুলের তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়। এখানে ২৪০ আসনের বিপরীতে ১৮৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন উদ্বিগ্ন অভিভাবকরা তেমনি কিছুটা মনমরা শিক্ষার্থীরাও। তবে অভিভাবকদের কন্ঠে অভিযোগ থাকলেও রয়েছে সন্তানদের নিয়ে অনেক উচ্ছাসার আলাপ।



মন্তব্য চালু নেই