সদর উপজেলার কোমরপুরে বিনা ধান-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

আব্দুর রহমান : বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনষ্টিটিউট, বিনেরপোতা,সাতক্ষীরার আয়োজনে জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার সহযোগিতায় বিনা ধান-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

রোববার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা সিসিটি এফ-প্রকল্পের প্রকল্প পরিচালক ডঃ মোঃ শহীদুল ইসলাম।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউটের (বিনা) সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আমজাদ হোসেন, ময়মনসিংহ, বিনার প্রধান পরিকল্পনা ও উন্নয়ন কোষ ডঃ মোঃ কামরুজ্জামান।

মাঠ দিবস অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম, উপ সহকারী কৃষি অফিসার মোস্তাক আহমেদ, কৃষক জামাল উদ্দীন, রফিকুল ইসলাম, আমির শাহা সানা প্রমুখ।

বক্তারা বলেন, বিনা ধান -১০ লবণ সহিষ্ণু জাত। এ ধানের ফসল এ এলাকায় ভাল হয়েছে। কৃষকরা বলেন বিঘা প্রতি তারা ২০ থেকে ২২ মণ ধান পেয়েছেন। বিনা ধান ১০, ৮ ভাল ফলন পাওয়া যাচ্ছে। এটি বেশ লবণ সহিষ্ণু।

কৃষকরা এ জাতের বীজ চাইলে বিনা কতৃপক্ষ বীজ সরবরাহ করবেন বলে অনুষ্ঠানে জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর কবির।



মন্তব্য চালু নেই