সদরঘাটে যাত্রীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা

ঈদকে সামনে রেখে সদরঘাটে যাত্রী নিরাপত্তা ও বিশৃঙ্খলা রোধে বসানো হয়েছে ক্লোস সার্কিট (সিসি) ক্যামেরা। দেশের প্রধান এ নদী বন্দর ও এর আশেপাশে ১৪টি পয়েন্টে ২৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট ঈদ ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক ও বিআইব্লিউটি এর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন।

তিনি বলেন, এবারের তুলনমূলক ঈদে যাত্রীদের বেশি নিরাপত্তা দিতে সরকার বদ্ধ পরিকর। যাত্রীদের সার্থে বিভিন্ন পয়েন্ট ২৮টি ক্লোস সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

এছাড়া সদরঘাটে নৌ পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটনের পুলিশ, আনসার বিডিপি, র্যাব-১০, বিএনসিসি ক্যাডেট ও স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।



মন্তব্য চালু নেই