সঠিক সিদ্ধান্তের কারণেই হামলাকারীরা পরাজিত : নাসিম

গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছিল বলেই হামলাকারীদের পরাজিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, এরা সাহসী অফিসার। তারা যদি সেদিন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না গ্রহণ করতো, তাহলে হামলাকারীরা পালিয়ে যেতে পারতো। কিন্তু তারা আধা ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে ঘটনাস্থালের চারপাশ ঘিরে ফেলেছিল, যে কারণেই হামলাকারীরা পালাতে পারেনি।

গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সন্ত্রাসী হামলার ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের সবার চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। আহতদের একটি পয়সাও খরচ করতে হবে না।

পরিদর্শনকালে মন্ত্রী ইউনাইটেড হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই