সজনের পাতায় ঋতুর ব্যথা দূর!

প্রতিমাসে ঋতুস্রাবের সময় কমবেশি পেটে ব্যথায় ভুগতে হয়। নানা রকম ওষুধ খেয়ে সাময়িক মুক্তি পেলেও বার বার একই সমস্যা ফিরে আসে। বরং দিনের পর দিন ওষুধের কার্যকারিতা কমে যেতে থাকে। তখন প্রয়োজনীয় উপকার পেতে ব্যথানাশক ওষুধের মাত্রা বাড়াতে বাধ্য হতে হয়। অথচ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মিলতে পারে পেটেব্যথার মতো অস্বস্তিকর সমস্যার সমাধান।
ইন্টারন্যাশনাল জার্নাল অব পাইথোথেরাপিতে প্রকাশিত এক তথ্যে জানানো হয়, সজনে গাছের পাতায় আছে এমন সব উপাদান যা পেট এবং জরায়ুর রক্ত চলাচল বাড়িয়ে দেয়। ফলে ব্যথা অনেকটাই কমে যায়। ঋতুর ব্যথাএছাড়া এই পাতা মধুর সঙ্গে খেলে রক্তাশূন্যতা কমে যায়। আয়ুর্বেদ অনুযায়ী মাসিকের সময় রক্তশূন্যতার কারণেই পেটে ব্যথা হয়। এই পাতায় থাকা আয়রন আর ক্যালসিয়াম দেহে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
পেটে ব্যথায় প্রকৃত উপকার পেতে, একমুঠো পাতার রসের সঙ্গে এক টেবিল চামচ মধু নিন। ভাল করে মিশিয়ে মাসিকের প্রথম তিন দিন সকালে খালি পেটে খেতে হবে।



মন্তব্য চালু নেই