সংসদ অধিবেশন বসছে ৮ নভেম্বর

আওয়ামী লীগ নেতৃত্বাধীন দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৮ নভেম্বর। চলতি বছরের চতুর্থ অধিবেশন এটি। ওইদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তবে অধিবেশন কতদিন চলবে এবিষয়ে কিছু জানানো হয়নি। অধিবেশন শুরুর দিন বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।

এর আগে দশম সংসদের সপ্তম ও সরকারের দ্বিতীয় বছরের তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর শেষ হয় মাত্র আট কার্যদিবসেই। এটি গত ১ সেপ্টেম্বর শুরু হয়েছিল। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।



মন্তব্য চালু নেই