সংসদ অধিবেশন চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত

দশম জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এটি এ সংসদের নবম অধিবেশন। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার বিকেল সাড়ে ৪টায় এ অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রেওয়াজ অনুযায়ী অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।

গত ৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে শীতকালীন এ অধিবেশন আহবান করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই অধিবেশন চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর ৪৫ ঘণ্টা আলোচনারও সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি।

সংসদ সচিবালয় থেকে জানা যায়, সংসদে ১২টি বিল পাসের অপেক্ষায় এবং ১৫টি বিল উত্থাপনের অপেক্ষায় আছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির বিল রয়েছে।

চলতি সংসদের যাত্রা শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। এ পর্যন্ত আটটি অধিবেশনের ১৬৮ কার্যদিবসে ৪৮টি আইন পাস হয়েছে।



মন্তব্য চালু নেই