সংসদে বাচ্চাদের গেম খেলে ধরা খেলেন এমপি

অনেক জনপ্রতিনিধিরই বোধ হয় সংসদীয় কার্যক্রমে অংশ নেয়ার ব্যাপারে অনীহা রয়েছে। চলতি বছর ভারতে লোকসভায় বসে পর্নোগ্রাফি দেখার সময় সাংবাদিকদের ক্যামেরায় বন্দী হন এক সাংসদ। বাংলাদেশেতো অনেক সাংসদ ঘুমিয়ে পড়েন। এবার ব্রিটিশ পার্লামেন্টে বসে জনপ্রিয় ইন্টানেট গেম ক্যান্ডিক্রাশ খেলার সময় ধরা পড়লেন এক কনজারবেটিভ এমপি।

রোববার কর্ম ও পেনশন সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক চলছিল পার্লামেন্টে। কমিটির সদস্য কনজারবেটিভ পার্টির নিগেল মিলস বৈঠকে আইপ্যাডে ইন্টানেটে বাচ্চাদের গেম ক্যান্ডিক্রাশ খেলছিলেন। সাংবাদিকদের নজরে এলে ঝটপট ক্যামেরাবন্দী হয়ে যায় মিলসের এই কাণ্ড।

সোমবার ব্রিটিশ গণমাধ্যমে এটি প্রকাশ হলে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।

নিগেল অবশ্য নিজের এই কাণ্ডের কথা স্বীকার করে সাফাইও পেশ করেছেন। তিনি বলেছেন, ‘আমার আসলে এটি করা উচিৎ হয়নি। তবে আপনারা যদি বৈঠকটি পর্যবেক্ষণ করে থাকেন তাহলে বলবো পুরো বৈঠকেই প্রশ্ন করার মাধ্যমে আমি সক্রিয় থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করার চেষ্টা করবো।’



মন্তব্য চালু নেই