সংসদে ঢুকে পত্রিকা পড়লো বানর!

বিশ্বাস না হলেও ছবি দেখে এড়িয়ে যেতে পারবেন না। অবিকল মানুষের মত যেন পত্রিকা পড়ছে বানরটি।

সংসদের লাইব্রেরিতে সাংসদরা তখন কেউ ছিলেন না। এ সুযোগে ঢুকে পড়ে বানরটি। পাক্কা আধা ঘণ্টা লাইব্রেরিতে বসে জ্ঞান অর্জন করে প্রাণীটি। এই বই সেই বই নেড়েচেড়ে পড়তে থাকে।

এরপর হইচইয়ে বিরক্ত হয়ে টেবিলের ওপর লাফিয়ে ওঠে। সেখান থেকে

ইলেকট্রিক তারে ঝুলে সংসদের গ্যালারিতে উঠে যায়। আবার সেভাবে নেমেও আসে।

লাইব্রেরি থেকে বের হওয়ার পথ চোখে না পড়ায় সদর দরজা ধরে। সবুজ কার্পেটে মোড়া পথ দিয়ে খানিকটা এসে ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যায়।

লাইব্রেরিতে বানর দেখে ততক্ষণাৎ লাইব্রেরি কর্মীরা সংসদের নিরাপত্তারক্ষীদের খবর দেয়। কিন্তু বানরকে ঠেকানোর প্রশিক্ষণ না থাকায় তারা কেউ আসেনি।

এ সময়টা লাইব্রেরি হল দাপিয়ে বেড়ায় বানরটি। তখন নিরাপত্তা রক্ষীরা সেন্ট্রাল হলের দরজা বন্ধ করে দেয়, যাতে বানরটি মন্ত্রী-সাংসদদের কাছে ঘেঁষতে না পারে।

তবে দিল্লির সংসদে পশুর আনাগোনা এই প্রথম নয়, গত মে মাসেও সংসদ চত্বরে একটি নীলগাই ঢুকে পড়েছিল। সে সময় এটিকে ধরতে ঘাম বের হয়ে যায় নিরাপত্তা রক্ষীদের।



মন্তব্য চালু নেই