‘সংলাপ অগ্রাহ্য করলে অসাংবিধানিক প্রক্রিয়াকে আমন্ত্রণ জানানো হবে’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘জাতীয় সংলাপের আহ্বানকে অগ্রাহ্য করলে অসাংবিধানিক প্রক্রিয়াকে আমন্ত্রণ জানানো হবে।’

রাজধানীর ২২/১ তোপখানা রোডের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিয় সভায় এ কথা বলেন তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান কর্মসূচি সফল করার লক্ষে শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক ঐক্য।

‘সহিংসতা চাই না, শান্তি ও গণতন্ত্র চাই, এজন্য জাতীয় সংলাপের বিকল্প নেই’ এই স্লোগানকে সামনে নিয়ে শনিবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে ওই অবস্থান কর্মসূচি পালিত হবে।

ওই কর্মসূচিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ছাড়াও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডির আ স ম আব্দুর রব, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের খালেকুজ্জামান, গবেষক সৈয়দ আবুল মকসুদ, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহম্মদ মনসুর, আসিফ নজরুলসহ নাগরিক সমাজের নেতারা বক্তব্য রাখবেন বলে মতবিনিময় সভায় জানানো হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দুই দলের বিরোধ অমীমাংসিত জায়গায় পৌঁছানোর কারণে সে সময় ১/১১ এসেছিল। এবার তৃতীয় কোনো পক্ষ এসে না জাতিসংঘ সমস্যার সমাধান করবে তা বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘বার্ন ইউনিটে গেলাম আর কাঁদলাম, মানুষকে ১০ লাখ করে টাকা দিলাম- এতে সমস্যার সমাধান হবে না। সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হতে হবে।’

সরকারকে জাতীয় সংলাপে বাধ্য করা হবে বলে এ সময় মন্তব্য করেন মান্না।

তিনি বলেন, ‘দুই নেত্রীর কাছে দেশ নিরাপদ নয়। জনগণের মুক্তির জন্য তৃতীয় শক্তি গড়ে তোলার বিকল্প নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘ভিন্ন কোনো পথে ক্ষমতায় যাওয়ার চিন্তা থাকলে সংলাপ চাইবো কেন?’

মতবিনিমিয় সভায় আবু বক্কর সিদ্দিকি, শহীদুল্লাহ কায়সারসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই