সংরক্ষিত অতিথি পাখি শিকারে কাতারের প্রিন্স

শিকার নিষিদ্ধ অতিথি পাখি ‘হোবারা বাস্টার্ড’ শিকারে কাতারের প্রিন্স শেখ হামাদ বিন জসিম বিন জাবের আল-থানিকে অনুমতি দিয়েছে পাকিস্তান।

আসছে ২০১৬-১৭ শিকার মওসুমে (১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি) পাঞ্জাবে দ্রুত ধাবমান এই পাখি বিশেষ শিকারে দেশটির ফেডারেল সরকার অনুমতি দেয়। খবর: ডনের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাতারের প্রিন্সকে পাখি শিকারে বিশেষ অনুমতি দেয়ার ঘটনা এবারই প্রথম নয়।

পানামাগেট কেলেংকারি ঘিরে পাকিস্তানের সুপ্রিমকোর্টে দেয়া এক চিঠির সূত্র ধরে আলোচনায় আসেন কাতারের এই প্রিন্স।

তিনি চিঠিতে জানান, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তার বাবার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। লন্ডন অ্যাপার্টমেন্ট ব্যবসায়ও তার সংশ্লিষ্টতা আছে যা পা পানামা পেপার্স বিতর্কের মূলে রয়েছে।

কেবল আন্তর্জাতিক কনভেনশনেই নয়, স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ীও ‘হোবারা বাস্টার্ড’ পাখি শিকার নিষিদ্ধ। আরবরা এ পাখি শিকারে ব্যাপক আগ্রহী। সরকার কাতারের প্রিন্সকে এই পাখি শিকারের অনুমতি দিয়েছে।



মন্তব্য চালু নেই