সংযুক্ত আরব আমিরাতে সুখ মন্ত্রণালয়ের যাত্রা শুরু

‘সুখ মন্ত্রণালয়’ নামে নতুন এক মন্ত্রণালয় গঠন করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। আলজাজিরার খবরে বলা হয়, মন্ত্রণালয়টির দায়িত্ব ওহদ আল রুমি নামে এক নারীকে দেয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বুধবার টুইটারে করা এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

টুইটারে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় সুখ মূল লক্ষ্য নয়। পরিকল্পনা, প্রকল্প, কর্মসূচি এসব করবে আমাদের এই মন্ত্রণালয়, যেন সুখ নিশ্চিত হয়।’

আল রুমি বর্তমানে প্রধানমন্ত্রীর অফিসের মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে নতুন এই মন্ত্রণালয়ের পোস্ট সম্পর্কে সোমবার টুইটারে ঘোষণা দেওয়া হয়।

বর্তমানে বিশ্বে সুখী দেশের তালিকায় ২০তম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাজ্যের একধাপ উপরে এবং বেলজিয়ামের একধাপ নিচে দেশটির অবস্থান।



মন্তব্য চালু নেই