সংবিধানের বুকে ছুরি চালানোর ষড়যন্ত্রে সরকার : জামায়াত

জামায়াতের দাবি বর্তমান সংবিধানের ৯৬ অনুচ্ছেদের স্থলে ১৯৭২ সালের মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদটি পুনঃস্থাপনের মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করার ষড়যন্ত্র শুরু করেছে সরকার।

এর প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান শনিবার বিকেলে সংবাদ মাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সংবিধান সংশোধন করে সরকার বিচার বিভাগের নিয়ন্ত্রণ ক্ষমতা পুরোপুরি নিজেদের হাতে নেয়ার ষড়যন্ত্র করছে। বিচারকদের অপসারণের ক্ষমতা বর্তমানে জুডিশিয়াল কাউন্সিলের ওপর ন্যস্ত রয়েছে। সংবিধান সংশোধন করে জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতা কেড়ে নিয়ে জাতীয় সংসদের হাতে ন্যস্ত করার মাধ্যমে সরকার বিচার বিভাগের যতটুকু ক্ষমতা বর্তমানে রয়েছে তাও হরণ করতে চায়। বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত করার অর্থই হচ্ছে বিচার বিভাগকে পুরোপুরি নিয়ন্ত্রণের ক্ষমতা প্রধানমন্ত্রী বা সংসদ নেতার হাতে অর্পণ করা।’

তিনি বলেন, ‘বিচার বিভাগকে নিয়ন্ত্রণের ক্ষমতা এভাবে জাতীয় সংসদের হাতে ন্যাস্ত করার পরিণতি কখনো শুভ হবে না। এর মাধ্যমে সরকার একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার দিকেই প্রত্যাবর্তণ করার ষড়যন্ত্র করছে। এ অবৈধ ও অনির্বাচিত সরকারের কোনো এখতিয়ার নেই সংবিধানের বুকে ছুরি চালানোর।’



মন্তব্য চালু নেই