সংঘাতে ক্ষতিগ্রস্তদের নোবেলের অর্থ দিলেন সান্তোস

ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তির কারণে কলোম্বিয়ায় ৫২ বছরের যুদ্ধের অবসান ঘটেছে।

জনগণ এই চুক্তি প্রত্যাখ্যান করলেও এজন্য এবারের শান্তির নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।

এ সম্মাননা প্রাপ্তির পর সান্তোস নোবেল পুরস্কারের অর্থ ৫২ বছরের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ব্যয় করার ঘোষণা দেন।

এ বিষয়ে কলম্বিয়ান প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে আলোচনা করে পুরস্কারের ৯ লাখ ৫০ হাজার সুইডিশ ক্রোনার দেশটির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খরচের সিদ্ধান্ত নিয়েছি।’

দেশটির উত্তর-পশ্চিমাংশের চকো এলাকার বোজায়া শহরে সংঘর্ষে মৃত ও ক্ষতিগ্রস্তদের জন্য আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেসিডেন্ট সান্তোস এ ঘোষণা দেন।

গত শুক্রবার নোবেল কমিটি কলম্বিয়ায় বিরাজমান সংঘর্ষ থামাতে প্রেসিডেন্ট সান্তোসের অবদানের স্বীকৃতিস্বরূপ এ শান্তি পুরস্কার প্রদানের ঘোষণা দেন।

তবে গণভোটের মাধ্যমে দেশটির জনগণ ফার্ক বিদ্রোহীদের মধ্যে অনুষ্ঠিত চুক্তিটি প্রত্যাখ্যান করেন।

দেশটিতে ফার্ক বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ।



মন্তব্য চালু নেই