শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজের উইকেট

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আগামী ৭ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনে ব্যাট করছে স্বাগতিক দলটি।

সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্টস একাদশ ৭৪/৩।

টস হেরে গতকাল ব্যাট করতে নেমে তামিম ইকাবালের সেঞ্চুরি আর মুমিনুল হক ও লিটন দাসের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৯১ রান করে বাংলাদেশ।

এরপর নিজেদের প্রথম ইনিংসে আজ ব্যাট করতে নামে শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ। ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপে পুড়ছে তারা। দলীয় ২৯ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছে দলটি। দীর্ঘ ইনজুরির পর বিদেশি কোনো দলের বিপক্ষে মাঠে নেমেই উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্টস একাদশের ওপেনার রন চন্দ্রগুপ্তকে ফেরান মুস্তাফিজ। দলীয় ২৯ রানের সময় নিজের বলেই ক্যাচ নিয়ে চন্দ্রগুপ্তকে ফেরান মুস্তাফিজ। অবশ্য মু্স্তাফিজের আগে লঙ্কান ওপেনার ফের্নান্দোকে বোল্ড করে সাজঘরে ফেরান তাসিকন আহমেদ।

শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানেড ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। চার বছর পর শ্রীলঙ্কায় খেলতে যাওয়া বাংলাদেশ সিরিজ শুরু করবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।



মন্তব্য চালু নেই