শ্রীলংকাকে হারিয়ে সবার আগে সেমিতে মালয়েশিয়া

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে উঠে গেল মালয়েশিয়। শনিবার বিকাল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
আক্রমণ আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধ্বের শেষ মিনিটে (৪৫ মিনিট) ডি বক্সের ভেতরে পিএডিএস মাদুশানের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মালয়েশিয়ান সিয়াহরুল আজওয়ারী। ম্যাচের দ্বিতীয়ার্ধেও ১৫ মিনিটে (খেলার ৬০ মিনিটে) অপর গোলটি করেন মোহাম্মদ রিদজুয়ান। মোহাম্মদ সাইজওয়ানের নেয়া কর্ণার কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে গোল করেন রিদজুয়ান।
এর আগে ম্যাচের ৫ মিনিটে জটলায় বল পেয়ে সরাসরি মালয়েশিয়ার গোলরক্ষকের হাতে বল তুলে দেন শ্রীলংকার এল এইচ ইশান। ১১ মিনিটে আবারও জটলার মধ্যে বল পান ইশান। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ১৩ মিনিটে মালয়েশিয়ান ফরোয়ার্ড সিয়াহরুল আজওয়ারীকে ফাউল করে হলুদ কার্ড দেখেন শ্রীলংকার ইশান।
ম্যাচের ২৩ মিনিটে মালয়েশিয়ার মিডফিল্ডারব মো. রিদজুয়ান গোলরক্ষককে একা পেয়েও বল গোলবারের উপর দিয়ে বাইওে পাঠিয়ে দেন। ৩৬ মিনিটে রিজওয়ান আবারও জটলার মধ্যে বল পান। দারুণ এক হেড করলেও দুর্দান্তভাবে সেভ করেন শ্রীলংকার গোলরক্ষক সুজান পেরেরা। ম্যাচের ২৭ মিনিটে হলুদ কার্ড দেখেন মালয়েশিয়ার ডিফেন্ডার আনাস।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মালয়েশিয়ার মোহাম্মদ ফাইজাতকে ফাউল করে হলুদ কার্ড দেখেন শ্রীলংকার সাজিত কুমারা। ১১ মিনিটে মালয়েশিয়ার সম্মিলিত আক্রমণ শ্রীলংকার গোলরক্ষক সুজান পেরেরার দৃঢ়তায় নষ্ট হয়। ১৭ মিনিটে স্টেডিয়ামে গোল গোল বলে শোরগোল ওঠে। মালয়েশিয়ার আদম নুরের নেয়া ফ্রিকিক গোলপোস্টে লেগে পোস্টের ভেতর পড়ে ফিরে আসে। তবে রেফারির গোলের বাঁশি বাজাননি।
দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে (৬৫ মিনিটে) গোলরক্ষককে একা পেয়েও বল হাতে তুলে দেন মালয়েশিয়ার ফাইজাত। ৬৭ মিনিটে দারুণ এক সুযোগ পায় শ্রীলংকা। তবে সঞ্জীবের বাড়িয়ে দেয়া বল রিড করতে ব্যর্থ হন বদলি খেলোয়াড় ফজল।



মন্তব্য চালু নেই