শ্রীমঙ্গলে ১২৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ নাডার প্রভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শনিবার দুপুর ১২ টা থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। শ্রীমংগল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ জানান, গতকাল শনিবার রাতে শ্রীমংগলে ভারী বর্ষণ ও আজকে হালকা বৃষ্টি হচ্ছে।

দুপুর ১২ টা থেকে আজ দুপুর ৩ টা পর্যন্ত শ্রীমংগল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এখানে ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

তিনি আরো জানান, আজ রবিবার শ্রীমংগলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে অবিরাম বৃষ্টিপাতের ফলে সাধারণ জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। শহরে লোক চলাচল ছিল কম। বৃষ্টিপাতের কারণে জেএসসি পরীক্ষার্থীদের পোহাতে হয় দূর্ভোগ



মন্তব্য চালু নেই