শ্রীমঙ্গলের লাউয়াছড়ায় বন সংরক্ষনে ২ দিনের প্রশিক্ষনের আজে শেষ দিন

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ডরমেটরি ভবনে ‘ ট্রেনিং অন কনজারভেশন এডুকেশন এন্ড এ্যাওয়ারনেস’ এর ওপর দুই দিনব্যাপি প্রশিক্ষণ শনিবার সকাল ১০ টায় শুরু হয়েছে। আজ রবিবার বিকেলে এই প্রশিক্ষণ শেষ হয়। বণ্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জের উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আবদুল্লাহ আল মাহমুদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মো. মাহমুদুল হক, শ্রীমঙ্গল বন্যপ্রানী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সহকারি বন সংরক্ষক মো. তবিবুর রহমান। প্রশিক্ষণ কর্মসুচিতে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, বনবিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, বন্যপ্রানী বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, জনপ্রতিনিধি, বিজিবি সদস্য, পুলিশ সদস্য, সাংবাদিক, বনের সাথে সম্পৃক্ত যৌথ টহল বাহিনীর সদস্যবৃন্দ, উপকারভোগীবৃন্দসহ প্রায় শতাধিক ব্যাক্তি অংশগ্রহণ করেন।



মন্তব্য চালু নেই