শ্যামনগরে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষ্যে র‌্যালী,পান্তা ভোজন,বৈশাখী গান পরিবেশন সহ তিন দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

উপজেলার ছাতিম তলা থেকে ঢাক,ঢোল,কাঁসাই বাদ্য বাজনা সহকারে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।পর ছতিমতলা প্রাঙ্গনে সমগ্র অনুষ্টানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে এ সময় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি একে ফজলুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন উল মুলক,মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝরণা,অফিসার ইনচার্জ এনামুল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।

শ্যামনগর আতরজান মহিলা কলেজের অধ্যক্ষ আশেক ই এলাহীর পরিচালনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আহসান উল্ল্যাহ শরিফী,কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ,বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ,এনজিও প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ প্রমুখ।মেলায় ৩০টি স্টল দেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে বৈশাখী গান পরিবেশন করা হয়।এ ছাড়া শ্যামনগর সরকারী মহসীন ডিগ্রী কলেজ সহ অন্যান্য প্রতিষ্টান বর্ণাঢ্য র‌্যালী ও বিভিন্ন অনুষ্টানের আয়োজন করে।



মন্তব্য চালু নেই