শ্যামনগরের খোলপেটুয়া নদীর রিংবাধ আবারো ভেঙে গেছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী সংলগ্ন মাদিয়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের ৫ নং পোল্ডারের রিংবাঁধ ভেঙ্গে আবারো পানি ঢুকে পড়েছে। ফলে সেখানকার বেশ কিছু মৎস্য ঘের একাকার হয়ে গেছে।

মঙ্গলবার বেলা ২টার দিকে নদীর জোয়ারের পানির চাপে নতুন তৈরী রিংবাঁধটি ভেঙ্গে যায়। এর আগে রোববার বেলা ১২টার দিকে মুল বেড়ীবাঁধটি ভেঙ্গে উপজেলার বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ, দূর্গাবাটি, কলবাড়ি, মাদিয়াসহ কমপক্ষে ৮ টি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেসে যায় বেশ কিছু মৎস্য ঘের। এরপর এলাকাবাসি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বাশের খাঁচা, বালির্ভতি বস্তা ফেলে মুল ভাঙনের পাশে একটি রিংবাঁধ দিতে সক্ষম হয়। কিন্তু প্রবল জোয়ারের চাপে মঙ্গলবার দুপুরে রিং বাধটি পুনরায় ভেঙ্গে গেলে আবার পানি ঢুকে পড়ে ওই এলাকায়।

এ ব্যপারে পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ বিভাগীয় প্রকৌশলী বিশ্বজিত বৈদ্য জানান, জোয়ারের কারনে সেখানে কাজ করা সম্ভব হচ্ছেনা। ভাটা শুরু হলে আবারও কাজ করা হবে।



মন্তব্য চালু নেই