শ্মশান থেকে ফিরে নিমপাতা খেতে হয় কেন?

এখনও শ্মশান থেকে ফিরলে বাড়িতে ঢোকার আগে আগুণ না ছুয়ে এবং নিম পাতা না খেয়ে ঘরে ঢুকতে দেওয়া হয় না৷ তাই বাড়ির দরজার কাছে একটা প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে রাখা হয় আর সামনে রেকাবিতে রাখা থাকে কিছু নিম পাতা৷

আত্মীয় পরিজনের দেহ দাহ করে ফেরার পর শ্মশানযাত্রীরা ওই আগুণের উপরে হাত রেখে তাপ নেয় এবং মুখে দেয় ওই নিমপাতা৷ এরও একটা ব্যাখ্যা রয়েছে৷ প্রচীনকালেও মানুষ শরীর সম্পর্কে সচেতন ছিল৷

তখন অক রোগের ওষুধ বের হয়নি অথচ শ্মশান থেকে আগত ব্যক্তির দেহে বিভিন্ন রোগ জীবাণুর লেগে থাকা অস্বাভাবিক নয়৷ আগুণের তাপে ওই জীবাণু ধ্বংস হয়ে যায়৷ অন্যদিকে শরীরের ভিতরে কোনও জীবাণু দানা বাঁধলে নিমপাতার রসে তা বিনষ্ট হয়৷



মন্তব্য চালু নেই