শ্বাসরোধ হয়ে ১২৪ কুমিরের মৃত্যু

মেক্সিকোয় ট্রাকে ঠাসাঠাসি করে অনেকগুলো কুমিরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় শ্বাসরোধ হয়ে ১২০টির বেশি কুমির মারা গেছে।

বুধবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

পরিবেশ প্রসিকিউশন কার্যালয় থেকে বলা হয়েছে, বন্যপ্রাণী সরবরাহকারী ক্যারিবিয়ান উপকূলীয় রাজ্য কুইনতানা রু ভিত্তিক কোম্পানি কোকোড্রিলোস এক্সোটিকোসকে এই ঘটনার জন্য সর্বনিম্ন ১৯৩ মার্কিন ডলার থেকে ‌এক লাখ ৯৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, কোকোড্রিলস মেক্সিকোনোস নামের অপর একটি কোম্পানি থেকে যে ৩৫০টি মোরেলেটস কুমির আনা হচ্ছিল। আনার সময় পথেই ১২৪টি মারা যায়।

কিন্তু পরিদর্শকরা জানতে পারেন যে, ক্যারিবিয়ান উপকূলীয় শহর চেতুমালের ‘কোকোত্রিলিয়া’ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসার পর ৩৫০টি কুমিরের মধ্যে ১২৪টি কুমির মারা যায়।

কোকোড্রিলস মেক্সিকোনোস কোম্পানিটি প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় রাজ্য সিনালাওস রাজ্যে অবস্থিত।



মন্তব্য চালু নেই