শেষ সাক্ষাতে মুজাহিদ পরিবার কারাগারে

আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করতে এসেছেন। রাত ১১টার দিকে পরিবারের সদস্যদের কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।

শনিবার রাত পৌনে ১১টার দিকে কারাফটকে আসেন মুজাহিদের পরিবারের সদস্যরা। সেখানে কয়েক মিনিট অপেক্ষার পর তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুজাহিদ শনিবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। তার আবেদন রাষ্ট্রপতি নাকচ করার পর কারাকর্তৃপক্ষ তার পরিবারকে চিঠির মাধ্যমে কারাগারে ডেকে পাঠায়। সে অনুযায়ী, শেষ বারের মুজাহিদের সঙ্গে দেখা করতে আসেন তার পরিবারের সদস্যরা।

ফাঁসি কার্যকরে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাতেই তার ফাঁসি কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মারুফ হাসান।



মন্তব্য চালু নেই