শেষ মেসেজে বান্ধবীকে যা লিখেছিলেন হিউজ

তিন বছর আগে সিডনির এক পানশালায় গিয়েছিলেন অষ্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ফিলিপ হিউজ। সেখানে এক তরুণীকে তার ভালো লেগে যায়। তরুণীর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন। সফলও হন। পরিচয় পর্বে নিজেকে একজন ব্যাংকার বলে পরিচয় দেন ফিলিপ হিউজ।

তরুণীটি আর কেউ নন, হিউজের খুব কাছের বান্ধবী মেগান সিম্পসন। মেগান তখনও জানতেন না হিউজ আসলে একজন ক্রিকেটার। পরে অন্যদের কাছ থেকে তিনি বিষয়টি জানতে পারেন। মারা যাওয়ার দুই সপ্তাহ আগে হিউজ তাকে শেষ টেক্সট মেসেজটি পাঠিয়েছিলেন। যেখানে লেখা ছিল, ‘লাভ ইউ… মিস ইউ… লাভ ইউ… মিস ইউ।’

ফিলিপ হিউজ বান্ধবী মেগানের সঙ্গে রাত জেগে ফোনে কথা বলতেন। কফি শপ ও শপিংয়ে নিয়ে যেতেন। বন্ধুদের সঙ্গে দেখা করতেন। সময় কাটাতেন। প্রতি সপ্তাহেই সাক্ষাতের জন্য মেগানকে পীড়াপিড়ি করতেন।

মেগান বলেন, ‘সিডনিতে তার একটি পছন্দের পানশালায় আমাদের পরিচয় হয়েছিল। সে আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল। প্রথম সাক্ষাতে সে নিজেকে ব্যাংকার বলে পরিচয় দিয়েছিল। তখন আমি সত্যিই জানতাম না হিউজ আসলে কি করত।’

তবে তাদের মধ্যে ভালো বন্ধুত্বের বাইরে আর কিছু ছিল না, ‘আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে আর কিছু ছিল না। আমরা একে অপরকে কখনো আঘাত দিতে চাইনি। চাইনি নতুন করে কিছু শুরু করতে। হিউজ আমাকে বলত তার জীবনে আমাকে ভীষণভাবে চায়। চিরদিন যাতে তার বন্ধু হয়ে থাকি।’



মন্তব্য চালু নেই