শেষ টেস্ট খেলতে বাংলাদেশ এখন ক্রাইস্টচার্চে

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ডে মূল সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সফরের এবং সিরিজের শেষ টেস্ট খেলতে এখন সেই শহরেই মুশফিকুর রহিমের দল।

ওয়েলিংটন থেকে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ক্রাইস্টচার্চ পৌঁছায় বাংলাদেশ দল। হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ওয়েলিংটনে প্রথম টেস্টে চার দিন দারুণ লড়েও অবিশ্বাস্যভাবে হেরে এখন অনেকটাই বিধ্বস্ত বাংলাদেশ দল। তার মধ্যে চোটের সঙ্গে লড়ছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। শেষ টেস্টে এই দুজনের খেলা নিয়েও আছে শঙ্কা।

এবারের নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পর এবার এই ফরম্যাটেও হোয়াইটওয়াশের সামনে সফরকারী দল।

২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়া হ্যাগলি ওভালে এখন পর্যন্ত টেস্ট হয়েছে মোট ৩টি। প্রথম ও শেষটিতে যথাক্রমে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে স্বাগতিকরা।



মন্তব্য চালু নেই