শেরপুরে মেয়াদ উর্ত্তীন ব্যাকসিন : ২ ব্যাক্তিকে কারাদন্ড প্রদান

শেরপুরের ঝিনাইগাতীতে গবাদী পশুর তড়কা রোগের মেয়াদ উর্ত্তীন ব্যাকসিন প্রদান করার অপরাধে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ২ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কাড়াদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভালুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুন মিয়া (২২) ও শালচুড়া গ্রামের মৃত রাম চন্দ্র কোচের ছেলে রয়েল চন্দ্র কোচ(২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, ১৪ নভেম্বর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও এসআই শাওন আহম্মেদ অপু সঙ্গীয পুলিশ নিয়ে সরকারী হাসপাতাল থেকে পাচারকৃত ও মেয়াদ উর্ত্তীন ব্যাকসিন সহ হাতে নাতে আটক করে ওই ২ ব্যক্তিকে। কেননা সরকারী এ ব্যাকসিন রেজিষ্টার্ড চিকিৎসক ব্যতিত গবাদী পশুকে পুশ করা অবৈধ। ওই দুই ব্যক্তি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন প্রাপ্ত চিকিৎসক। পরে উপজেলা নিবার্হী অফিসার তার নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভূক্তা অধিকার সংরক্ষন আইন/২০০৯ এর ৫১ ধারা মোতাবেক এ দন্ডাদেশ দেন।



মন্তব্য চালু নেই