শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে রাবিতে আলোচনাসভা

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: বঙ্গবন্ধু পত্নী শেখ ফজিলাতুন্নেছার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

হলের আবাসিক শিক্ষক ড. চন্দন রায় এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুন। সেখানে বঙ্গমাতার জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন হলের আবাসিক শিক্ষক অধ্যাপক মোছা. হাসনা হেনা, ড. মো. আশরাফুল আলম, ড. মো. রুহুল আমিন, আবাসিক শিক্ষার্থী তানজিন তামান্না সুচী, জোবায়দা শিরীন জ্যোতি, হাসনা হেনা ও আরিফিনা কামাল ভাষা এবং হলের কর্মচারী মো. আব্দুল গফুর।

সভার শুরুতে শিক্ষার্থী মাহবুবা ফেরদৌস পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও প্রিয়াংকা প্রামাণিক গীতা থেকে পাঠ করেন। দিবসটি উপলক্ষে এদিন বেলা ১১টায় হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।



মন্তব্য চালু নেই