শুনতে অবাক লাগলেও সত্যি ৩ বছরের শিশুর কথাতেই চলে একটি শহর!

শুনলে অবাক মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। বয়স তার সবে মাত্র তিন বছর। কিন্তু অন্যান্য শিশুদের মত নয়। আর পাঁচজন বয়স্ক ব্যক্তিদের একজন তিনি। তার কথাতেই চলে একটি শহর।

তবে ছোট বলে অব়জ্ঞা করবেন না যেন! সম্প্রতি শিকাগোর একটি ছোট্ট শহর ডরসেটের মেয়র নির্বাচিত হয়েছেন জেমস টাফ নামে বছর তিনের এই খুঁদে।

২২টি পরিবারের বসতি রয়েছে এই ছোট্ট শহরে। প্রতিবছরই বাসিন্দাদের মধ্যে থেকেই লটারির মাধ্যমে মেয়র নির্বাচন করা হয়। গত বছর মেয়র হয়েছিলেন নবনির্বাচিত মেয়রের দাদা রবার্ট।

চলতি বছরে জেমসের ভাগ্যের শিকে ছিঁড়েছে। দাদার হাত ধরে বাসিন্দাদের সঙ্গে পরিচয় করেন জেমস। মেয়র হয়েই তার প্রথম ইচ্ছা হাসপাতালে অসুস্থ শিশুদের উপহার দেয়া।

মেয়র হয়ে আমি খুব খুশি, বলেন জেমস। ছেলেদের জন্য গর্বিত তাদের পরিবারও।

তবে শুধু মেয়রের পদে বসেই ক্ষান্ত থাকেননি দুই খুদে ভাই। বড়ভাই রবার্ট জনহিতকর কাজ করেছেন। ছোট ভাই জেমসের ইচ্ছা লিউকেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ানো।



মন্তব্য চালু নেই