‘শুধু বিদ্যুৎ নয়, সকল লাইন কাটা উচিত’

বিএনপির গুলশান কর্যালয়ের শুধু বিদ্যুতের লাইনই নয়, সব ধরনের ইউটিলিটি লাইন কেটে দেওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ডাকা অবরোধ-হরতালের প্রতিবাদে আওয়ামী হকার্স লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম জিয়া দিনে দিনে জনগণের শত্রুতে পরিণত হয়েছেন, তার কার্যালয়ের শুধু বিদ্যুতের লাইনই নয়, সব ধরনের ইউটিলিটি লাইন কেটে দেওয়া উচিত।

একই সঙ্গে তিনি দাবি করে বলেন, সহিংসতার জন্য খালেদা জিয়া দায়ী। অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। কেননা এটা এখন গণদাবি।

প্রাক্তন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার স্বার্থে ও জনগণকে অবরোধের নামে নৈরাজ্য থেকে মুক্তি দিতে তার (খালেদা) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী।

হকার্স লীগের সভাপতি জাকারিয়া হামিদের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।



মন্তব্য চালু নেই