পুলিশিং ফোরাম সম্মেলনে মীর রবি এমপি

শুধু পুলিশ ঘুষ খায় না, আমরাও ঘুষ খাই

সাতক্ষীরা সদর আসনের সংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি বলেছেন, “মহান স্বাধীনতা যুদ্ধে পুলিশের গুরুত্ব অনেক বেশি ছিল। রাজারবাগ পুলিশ লাইনে পাক হানাদার বাহীনির গুলিতে দেশের জন্য প্রথম জীবন দেয় পুলিশ। এছাড়া বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের পুলিশ সদস্যদের ভূমিকা ও অবদান রয়েছে। আওয়ামীলীগ সরকার-ই পুলিশের মর্যাদা বৃদ্ধি করেছে। পুলিশ ইচ্ছা করলে সাতক্ষীরা জেলা থেকে মাদক নির্মূল করতে পারে। মাদক ব্যবসার সাথে একটি বড় সিন্ডিকেট রয়েছে। তারা অধিক লোভের কারণে এসব অবৈধ ব্যবসা করে। এসময় মীর মোস্তাক আহমেদ রবি আরো বলেন, পুলিশ শুধু ঘুষ খায় না, আমরাও ঘুষ খায়। তবে সব পুলিশ খারাপ না। পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা সরকারের বড় বড় পদে দায়িত্ব কর্মরত আছে। তারা সুনামের সাথে দায়িত্ব পালন করছে। সুতরাং পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল ও স্বার্থক করতে পুলিশিং কমিটি গুরুত্বর্পূণ ভূমিকা রাখবে। আমার নির্বাচনী অঙ্গীকার হিসেবে সাতক্ষীরা থেকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু, চুরি, ডাকাতি, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধান করা হবে।” বুধবার সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে থানা কমিউনিটি পুলিশিং ফোরাম সম্মেলনে সদর ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।
সাতক্ষীরা সদর থানার আয়োজনে এ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান। সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক মেয়র শেখ আশরাফুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, কোহিনুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম বাবলা, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি শেখ হারুন উর রশিদসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও পুলিশিং কমিটির সদস্যবৃন্দ। সম্মেলন শেষে পুলিশিং ফোরাম শীর্ষক সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই