শুধু পর্নো ছবিতেই নারীর দাম বেশি

হলিউডে নারীদের অবমূল্যায়ন নিয়ে বোমা ফাটালেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে নারীর অধিকার নিয়ে সোচ্চার আওয়াজ তুললেন তিনি। তিনি বলেন, ‘একমাত্র পর্নো ছবি ছাড়া বিশ্বের কোনও ছবিতেই নারীদের বেশি গুরুত্ব দেওয়া হয় না।’

প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেট ঝলসে দেন দুনিয়ার তাবৎ সুন্দরীরা। অনেকে শুধু ক্যামেরায় শরীর দেখাতেই যান। কিন্তু এবার সবার মাঝে স্বতন্ত্র রুপালী পর্দার লাস্যময়ী নায়িকা সালমা হায়েক। কান ফোরামে ভাষণ দিতে গিয়ে চলচ্চিত্র দুনিয়ায় নারীর সমান অধিকারের দাবি তুললেন তিনি।

তিনি বলেন, ‘মেয়েদের বুদ্ধিমত্তাকে বরাবরই নীচু নজরে দেখার অভ্যাস রপ্ত করেছে ছবির জগৎ। নারী সম্পর্কে হলিউড অবিশ্বাস্য রকম অজ্ঞ।’

নিজের অভিনয় জীবনের উদাহরণ টেনে সালমা অভিযোগ তোলেন, চলচ্চিত্র জগতে নারীদের ওপর অবাধ যৌন নিপীড়ন চললেও তা নিয়ে বিশেষ প্রতিবাদ হয় না।
এছাড়া, নারীর রুচি সম্পর্কে শোবিজ দুনিয়ায় বহু ভুল ধারণা রয়েছে বলে মনে করেন সালমা। রুপালী পর্দায় নারীর অভিনয় দক্ষতার প্রতি সুবিচার করা হয় না বলে অভিযোগ করেন তিনি।

পারিশ্রমিকের ক্ষেত্রে পুরুষ-নারীর মধ্যে বৈষম্য নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘একমাত্র পর্নো ছবিতেই নারীকে পুরুষের চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়ার চল রয়েছে। বিষয়টি অত্যন্ত হাস্যকর।’

উল্লেখ্য, এবারের উৎসবে সালমা হায়েক অভিনীত ম্যাট্টিও গ্যারোন পরিচালিত ‘দ্য টেল অব টেলস’ ছবিটি প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হচ্ছে।



মন্তব্য চালু নেই