শুধুই যৌন আকাঙ্ক্ষা, না প্রেম?

ভালোবাসা বা প্রেম পৃথিবীর অমোঘ সৃষ্টি। নশ্বর এই পৃথিবীতে আমরা টিকে আছি কোনো না কোনো ভালোবাসার মোহে। তবে সব সম্পর্কেই ভালোবাসা থাকে না। কিছু সম্পর্ক তৈরি হয় শুধু জৈবিক কারণে। অনেক বিবাহিত সম্পর্কই নষ্ট হওয়ার কারণ হচ্ছে এটি। অনেক স্বামী-স্ত্রী মনে করেন, তাদের মধ্যে ভালোবাসা নেই, যা আছে তা নিছকই যৌন আকাঙ্ক্ষা। প্রাথমিক সমস্যা হচ্ছে যৌন আকাঙ্ক্ষা এমনই বিষয় যার সন্তুষ্টি কোনোদিন সম্ভব নয়। সত্যিকার ভালোবাসা না থাকার কারণেই একজন আরেকজনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাই আপনি যদি কাউকে অনেক বেশিও ভালোবাসেন তবুও অপেক্ষা করুন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ভাবুন। চলুন জেনে নেয়া যাক কীভাবে চিহ্নিত করবেন সম্পর্কটা শুধুই কাম বা যৌনক্ষুধার।

-ব্যক্তির বৈশিষ্ট্য নিয়ে আপনার মিশ্র প্রতিক্রিয়া কাজ করে।

-কারো বাহ্যিক অবয়ব কতটা শান্ত প্রকৃতির তাই লক্ষ্য করেন।

-আপনার কথাবার্তা সবসময় অবাস্তব এবং ছলনাপূর্ণ।

-সঙ্গীর প্রতি সবসময় আপনি মোহাবিষ্ট হয়ে থাকেন।

-আপনি বন্ধুদের চেয়ে পাখি বেশি ভালোবাসেন।

-অন্য কিছুর চেয়ে যৌন সম্পর্ক করতে বেশি পছন্দ আপনার।

-ব্যক্তির হৃদয় জয় করার চেয়ে মানুষটিকেই প্রয়োজন বেশি আপনার।

-চারপাশের মানুষকে সম্পর্কে আপনি একেবারেই উদাসীন। সম্পর্ক থেকে আপনি কী পাচ্ছেন তার দিকেই দৃষ্টি আপনার।

-অন্যের প্রতি আপনার মনোযোগ না থাকার কারণে আপনি কখনও গর্ববোধ করেন না।

– বাস্তবতা, দায়িত্ববোধ এবং সম্পর্কের চেয়ে আপনার কল্পনা করতেই বেশি পছন্দ।



মন্তব্য চালু নেই