শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

প্রায় এক বছরেরও বেশি সময় পরে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।

এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে জে (অব.) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, বেগম সারোয়ারি রহমান উপস্থিত রয়েছেন।

বৈঠকে দলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া, পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ, পরিকল্পনা এবং এ -সম্পর্কিত গুরুত্বপূর্ণ দলীয় সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এর আগে স্থায়ী কমিটির সঙ্গে বিএনপিপ্রধানের সবশেষ বৈঠক হয় গত বছর ১৩ নভেম্বর। লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর গত ২৫ নভেম্বর স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।



মন্তব্য চালু নেই