শীত উপেক্ষা করে ভোরেই দীর্ঘ লাইন

উৎসব ও উৎকণ্ঠার মাঝে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

কনকনে শীত উপেক্ষা করে ইতিমধ্যে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। তারা লাইনে দাঁড়িয়ে সুশৃংখলভাবে নিজেদের নগরপিতা নির্বাচনে ভোট দিচ্ছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সকালে নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুল কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সেখানে ভোরে আসা বেশিরভাগই ভোটারই নারী।

ভোট দিতে আসা সোভা আক্তার জানান, ভোট দিয়ে বাড়ি ফিরে সংসারের কাজ করতেই তিনি প্রথম প্রহরে ভোট দিতে এসেছেন।

সোভা আক্তার ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ১৩৭টি কেন্দ্রে বেশি নজর দেয়া হচ্ছে।

কোনো ধরনের বিশৃংখলা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

এবার দলীয় প্রতীকে নাসিক নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন ও ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে মেয়র পদে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের মধ্যে।

ইসির হিসাব অনুযায়ী, ২৭ ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৬২ ও মহিলা ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

নির্বাচনে ভোট কেন্দ্র ১৭৪টি। এর মধ্যে ৪টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। ভোটকক্ষের (বুথ) সংখ্যা ১ হাজার ৩০৪টি।

ভোট গ্রহণ ও ভোটারদের নিরাপত্তায় মাঠে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য মোতায়েন রয়েছে।



মন্তব্য চালু নেই