শিয়ালের কারণে ঘরবন্দী মানুষ!

শিয়াল আতঙ্কে চলাফেরা বন্ধ করে দিয়েছে মানুষ। সন্ধ্যার পর ঘরবন্দী পড়েন স্থানীয়রা। এ পর্যন্ত শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনা সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাটবাজার নামক স্থানে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কাহিরঘাটবাজার নামকস্থানে শিয়ালে কামড়িয়েছে তাদের। আহতরা হলেন জগতপুর গ্রামের নানু মিয়া (২৮), একই গ্রামের রুপবান বেগম (৬০), কালু মিয়া (৪০), শিল্পী বেগম (২৫), সাবাজপুর গ্রামের শাহ আলম (২৭), কান্দ্রিগ্রামের জাহানারা বেগম (৩০), কাহিরঘাটের আব্দুস ছত্তার (৩৫), কোনারাই গ্রামের নূর আলম (৩৬), একই গ্রামের বারিক মিয়া মা (৬৫)। তবে অন্য আহতদের নাম এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় কাহিরঘাটবাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পর থেকে লোকজন শিয়াল আতঙ্কে রয়েছেন। উপজেলার দেওকলস মাজেরগাঁও গ্রামের কয়েকজন জানান, শিয়াল আতঙ্কে রয়েছে পুরো এলাকা। সন্ধ্যার পর থেকে রাস্তায় চলাফেরা করা দায়।



মন্তব্য চালু নেই