শিশু আনিসার দুটি হাত কেড়ে নিল অপরিকল্পিত ভবন ও বিদ্যুতায়ন

১ বছর পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ পায়নি আনিসা। ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবীতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন।

মঙ্গলবার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনিসার মা রিতা বেগম ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবীতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এই দাবী জানান।

এসময় আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়ের সভাপতিত্তে¡অন্যান্য গণমাধ্যম কর্মীদের সামনে আনিসার মা সাংবাদিকদের সামনে বক্তব্য পেশ করেন।

এসময় রিতা বেগম জানান, গত বছর আশুলিয়ার কুঁড়গাও এলাকার জনৈক শাহাবুদ্দিনের একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন তারা। ২০১৫সালের ৪ জানুয়ারী বিকেলে শাহাবুদ্দিনের বাড়ির ছাদে খেলার ছলে ১১হাজার ভোল্টেজের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয় আনিসা।

এঘটনায় ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘ দিন চিকিৎসার পর আনিসার দুটি হাত কেটে ফেলতে হয়। বাবা গার্মেন্টকর্মী হওয়ায় এমতাবস্থায় আনিসাকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছে তার পরিবার। তাই ন্যায়বিচারের পাশাপাশি কৃত্রিম হাত সংযোজনের জন্য সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি|

ভিডিও:



মন্তব্য চালু নেই