শিশুর ছবি পোস্ট করলে জেল ও জরিমানা!

শিশুর ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে দেয়ার আগে আরেকবার ভেবে নিন। জরিমানা গুনতে হবে না তো! ফরাসি সরকার একটি নতুন আইন করেছেন যে, শিশুদের ছবি বারবার শেয়ার করার কারণে জেলে যেতে হতে পারে। যদি শিশুদের সেই ছবি দেখে শিশুরা নিজেরা বড় হয়ে বিব্রতবোধ করে।

শিশুরা প্রাপ্তবয়স্ক হবার পর যদি সেই ছবির জন্য বিব্রতবোধ করেন তাহলে মা-বাবার উপর মামলা করতে পারেন। এতে ৩৫০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।

অনেকে নিজের আনন্দ-অনুভূতি প্রকাশ করার জন্য সামাজিক মাধ্যমে শিশুদের বিভিন্ন ছবি পোস্ট করে থাকেন। আবার অনেকে শিশুদের মজার মজার ছবি আপলোড করে। কখনও দেখা যায় শিশু গোসল করছে। আবার বালতির ভেতরে বসিয়ে গোসল করাচ্ছে এরকম ছবিও দেখা যাচ্ছে।

বেশ কিছুদিন আগে এক শিশুকে বেঁধে মাটিতে ফেলে রেখে নিষ্ঠুর মা ছবি তুলে তা ফেসবুকে দেয়। তখন অনেকে সেই ছবির তীব্র সমালোচনা করেন। তাই ফরাসি সরকার এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।



মন্তব্য চালু নেই